শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০

হযরত আলী রাঃ এর বাণী


 

যে ব্যক্তি আমার মতো জীবন যাপন করতে এবং আমার মতো মৃত্যুবরণ করতে পছন্দ করে সে যেন আলী ইবনে আবি তালিবের বেলায়েতকে মেনে চলে।

 


রাসূলুল্লাহ (সা.)-এর জীবন ও মরণ, রাসূলুল্লাহ (সা.) বলেছেনঃ

 

مَنْ أَحَبَّ‌أَنْ يَحْيَا‌حَيَاتِي‌وَ‌يَمُوتَ مَوْتِي‌فَلْيَتَولَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ.

 

যে ব্যক্তি আমার মতো জীবন যাপন করতে এবং আমার মতো মৃত্যুবরণ করতে পছন্দ করে সে যেন আলী ইবনে আবি তালিবের বেলায়েতকে মেনে চলে।

 

(আল মুস্তাদরাক-হাকেম ৩:১২৮,কানযুল উম্মাল ১১:৬১১/৩২৯৫৯)

সোমবার, ৫ অক্টোবর, ২০২০

কোভিড ১৯ - মমতা ব্যানার্জি

 


কোভিড ১৯ 

 মমতা ব্যানার্জি


বস্তাপচা ময়লায় ঢেকে গেছে পৃথিবীটা

মানুষ, মানুষ থেকে দূরে।

ছোঁয়া যাবেনা স্নেহের পরশকে।

কালও যা ছিল

হাতের ছোঁয়ায় আশির্বাদ

আজ তা পরশমনির

স্পর্শ থেকে বাদ।

এ কি ভয়ার্ত বেশ

সারাবিশ্ব এক থেকে অন্যে

সন্দিহান অবকাশের নিশিরাত্রি!

মাত্র দুমাসে পৃথিবীর

হাওয়া বদল!

দেখা হল কথা হল না।

মনটায় মেঘের ছায়া ,

চুলগুলো উদভ্রান্ত।

কারো সাথে দেখা হল

কথা হচ্ছে না।

সারা পৃথিবীটা

বদলে গেল।

বদলে গেল মানসিকতা

সবাই দূরে দূরে।

দূরের দূরত্বটাই আজ সবচেয়ে বেশি ভরসার।

সারা বিশ্ব আজ বিশ্ব পন্ডিত!

কি পারলোনা

একটা ভাইরাসকে দমন করতে ?

হার মানলো সারা বিশ্ব ?

সবার মুখ দেখা

সবার জন্য বন্ধ।

সব গবেষণাকে

জব্দ করলো

একটা মাত্র শব্দ

করোনা, কোভিড ১৯।

মুনাজাত - কাজী নজরুল ইসলাম


মুনাজাত 
 কাজী নজরুল ইসলাম

 আমারে সকল ক্ষুদ্রতা হতে

বাঁচাও প্রভু উদার

হে প্রভু! শেখাও নীচতার চেয়ে

নীচ পাপ নাহি আর

 যদি শতেক জন্ম পাপে হই পাপী,

যুগ-যুগান্ত নরকেও যাপি,

জানি জানি প্রভু, তারও আছে ক্ষমা-

ক্ষমা নাহি নীচতার ।।

 ক্ষুদ্র করো না হে প্রভু আমার

হৃদয়ের পরিসর,

যেন সম ঠাঁই পায়

শত্রু-মিত্র-পর

 নিন্দা না করি ঈর্ষায় কারো

অন্যের সুখে সুখ পাই আরো,

কাঁদি তারি তরে অশেষ দুঃখী

ক্ষুদ্র আত্মা তার ।।

শনিবার, ৩ অক্টোবর, ২০২০

জেনেনিন, আপন আপন মুর্শিদের নিকট থেকে, যে সকল তালিমের মাধ্যমে কামলিয়াত হাসেল হয় এবং নিজেকে চিনা এবং জানা যায় ৷ https://elmemarefat.blogspot.com/

******** জেনেনিন, আপন আপন মুর্শিদের নিকট থেকে, যে সকল তালিমের মাধ্যমে কামলিয়াত হাসেল হয় এবং নিজেকে চিনা এবং জানা যায় ৷ ********

১) তালিমের নয় বাতুন ৷
২) তালিমের বার স্তর ৷
৩) সাধনার দশ খন্ড বায়ু ৷
৪) ছয় লতিফার স্থান এবং যিকিরের ভেদ ৷
৫) তালিমের পঞ্চ মোকাম ৷
৬) তালিমের ৬ষ্ঠ মোকাম ৷
৭) তালিমের পঞ্চ অযুদ ৷
৮) তালিমের আঠারো মোকাম ৷
৯) চার চন্দ্রের ভেদ ৷ (অষ্ঠ চন্দ্র বা সারে চব্বিশ চন্দ্রের ভেদ) ৷
১০) তালিমের অষ্ঠ কোঠার ভেদ ৷
১১) তালিমের পঞ্চ আত্মা বা রুহুর ভেদ ৷ 
১২) তালিমের পঞ্চ অনাফসের ভেদ ৷
১৩) তালিমের পঞ্চ নফসের ভেদ ৷
১৪) তালিমের পঞ্চ রসের ভেদ ৷
১৫) তালিমের ৬ষ্ঠ চক্র ৷
১৬) তালিমের অষ্ঠ সিদ্ধি ৷
১৭) তালিমের অষ্ঠ পদ্ম ৷
১৮) তালিমের দেশ কাল পাত্রের পরিচয় ৷
১৯) তালিমের দশ ইন্দ্রয়ের ভেদ ৷
২০) তালিমের পঞ্চ প্রেম ৷
২১) তালিমের পঞ্চ ইয়াকিন ৷
২২) তালিমের ছয় রিপু ৷
২৩) তালিমে চৌদ্দ পোয়ার ভেদ ৷
২৪) তালিমের পাঁচ জাত ৷
২৫) তালিমের সাত সেফাত ৷
২৬) পাঁচের তালিমে পঁচিশের ভেদ ৷
২৭) দেহ কোরানে ৪০শের ভেদ ৷
২৮) মানব দেহে ৩০ হরফ ৷
২৯) তালিমের নফি এছবাত বা অরুজ নযুল ৷
৩০) তালিমে চুরাশি লক্ষ যোনীর ভেদ পরিচয় ৷
৩১) সাধনার চার দেশের পরিচয় ৷
৩২) চার কুতুব, ষোল পহরি, বারো বুরুজ, আট মুতারি, চৌদ্দ কামানের ভেদ পরিচয় ৷
৩৩) তালিমের তিন নারীর ভেদ পরিচয় ৷
৩৪) তালিমের ত্রিবেনী আর ত্রিমহনা ৷
৩৫) তালিমে বীর্য্যের পরিচয় ৷
৩৬) তালিমে সপ্ত দিনের পরিচয় ৷
৩৭) তালিমে সমন জারীর খবর ৷  
৩৮) আলিফ, লাম, মীমের ভেদ পরিচয় ৷
৩৯) কম্ভুক দমের সাধন ৷
৪০) রতি সাধনের মাধ্যমে আত্ম স্বাধীনতা অর্জন করা  ৷
৪১) তালিমের পাঁচ জাতের চার এদবারের পরিচয় ৷ 
৪২) তালিমের সাত মঞ্জিল, চৌদ্দ সেজদা ৷
৪৩) তালিমের সাত আসমান, সাত জমিনের পরিচয় ৷
৪৪) তালিমের সাত সমুদ্র, তের নদীর পরিচয় ৷
৪৫) তালিমে কালেমা, নামাজ, রোজা, হজ্জ, যাকাতের মূল ভেদ ৷
৪৬) কাম, প্রেম, মেরাজ ও নবী তত্ত্ব ৷
৪৭) তালিমের কর্ম ইন্দ্রিয় ও জ্ঞান ইন্দ্রিয় এর পরিচয় ৷
৪৮) তালিমে মানব মনের ভাবের পরিচয় ৷
৪৯) তালিমে আঠারো হাজার মাকলুকাতের ভেদ পরিচয় ৷
৫০) তালিমে তাসমিয়া ও তায়াউজের ভেদ পরিচয় ৷
৫১) তালিমে শয়তানের পরিচয় এবং আত্ম পরিচয় বা আল্লাহর পরিচয় ৷
৫২) তালিমে চার ফেরেস্তা ৷
৫৩) তালিমে সাত দোগক অষ্ঠ জান্নাত ৷
৫৪) তালিমে কেয়ামত ৷
৫৫) তালিমে হাসর ৷
৫৬) তালিমে আতস বা অগ্নী সাধনা ৷
৫৭) তালিমে খাক বা মাটির সাধনা ৷
৫৮) তালিমে আব বা পানির সাধনা ৷
৫৯) তালিমে বাত বা বাতাসের সাধনা ৷
৬০) তালিমে নূরে ছাফা বা জাত সাধনা ৷

এছাড়াও আরো কিছু গুরুত্ব পূর্ণ তালিম তাছাউফ রয়েছে, যাহা বারো স্তরের কর্মদ্বারায় পাওয়া যাবে ৷ উক্ত তালিমগুলো সঠিক ও সুন্দর ভাবে মুর্শিদের হুকুম মোতাবেক সম্পাদন করতে পারলে কামেলিয়াত অর্জন অবদারিত হয়ে যায় একজন মুরিদের জন্য ৷